ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্য স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত জেলা মহকুমার ব্লকে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-


পোস্টের নাম - আশা কর্মী

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

কেবলমাত্র মহিলারা আবেদনের যোগ্য।

নামখানা ব্লকে নিয়োগ করা হবে।



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে দক্ষিণ ২৪ পরগণা জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://s24pgs.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম - নামখানা, পোস্ট অফিস - নামখানা, থানা - নামখানা, পিন - ৭৪৩৩৫৭, জেলা - দক্ষিণ ২৪ পরগণা '।

খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF ASHA FOR ...... VILLAGE/AREA UNDER....... HEALTH SUB CENTRE '।

To, The Office of the Block Development Officer ............ Block। তারপর গ্রাম - নামখানা, পোস্ট অফিস - নামখানা, থানা - নামখানা, পিন - ৭৪৩৩৫৭, জেলা - দক্ষিণ ২৪ পরগণা এগুলি ইংরেজিতে লিখতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://s24pgs.gov.in। 



You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ