ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্কঃ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে জেলা হাসপাতালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
 
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
 
 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 
 
১) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
 
শূন্যপদ - ২টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ৩০,০০০/- টাকা
 
 
২) সাইকিয়াট্রিক নার্স
 
শূন্যপদ - ১টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি/এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ২৮,০০০/- টাকা
 
 
৩) স্টাফ নার্স
 
শূন্যপদ - ১টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে GNM ট্রেনিং/বি.এসসি ডিগ্রী এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
 
 
৪) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট - আর্বান (মহিলা)
 
শূন্যপদ - ৩টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে GNM ট্রেনিং/ANM ডিগ্রী এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ১৩,০০০/- টাকা
 
 
৫) ফিজিওথেরাপিস্ট
 
শূন্যপদ - ১টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
 
 
৬) মাল্টি রেহাবিলিটেশন ওয়ার্কার
 
শূন্যপদ - ১৩টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ১৮,০০০/- টাকা
 
 
৭) ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট
 
শূন্যপদ - ১টি
 
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং এমবিবিএস/বিডিএস ডিগ্রী ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
 
পারিশ্রমিক - ৪০,০০০/- টাকা
 
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
 
সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
 
 

 

নির্বাচন পদ্ধতি

 
 
 
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
 
নিয়োগ করা হবে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।
 
 

 

আবেদন পদ্ধতি 

 
 
 
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পোস্ট অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে ১১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে ১৩ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে।
 
সময় - ১২টা থেকে ৪টে পর্যন্ত
 
রেজিস্ট্রেশন টাইম - ১১টা
 
ঠিকানা - CMOH Office, Diamond Harbour Health District, South 24 Parganas, Pin - 743331
আবেদন পত্র ডাউনলোড করতে হবে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে।
 
আবেদনের মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/ওবিসি এর ক্ষেত্রে আবেদন মূল্য ৫০/- টাকা।
টাকা জমা করতে হবে ব্যাঙ্কে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' in favour of " DH&FWS Diamond Harbour Health District " payable at Diamond Harbour '।
 
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
 
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in
 
 
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ