Municipal Corporation vacancy: বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২১ আগস্ট, ২০২৪ তারিখ।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য :-
১) মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী সহ ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৪,০০০/- টাকা
মেয়াদ - ১ বছর
২) স্যানিটারি ইন্সপেক্টর
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২০,০০০/- টাকা
মেয়াদ - ৬ মাস
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ -র মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২১ আগস্ট, ২০২৪ তারিখ।
ঠিকানা - 5th Floor, Conference Hall of Poura Bhawan, FD - 415A, Sec - III, Saltlake, Kolkata - 700106
সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে ।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট bmcwbgov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।