ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (VU) সেন্টার ফর কন্টিনুইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (CCAE) বিভাগে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদনের যোগ্য। বয়সের কোন বাধা নিষেধ নেই। তাই সকলেই (চাকুরিজীবি, ছাত্রছাত্রী, গৃহবধূ, শিক্ষক প্রভৃতি) আবেদন করতে পারবেন।

আসন সংখ্যা সীমিত। তাই আগে এলে আগে সুযোগ দেওয়া হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ একাধিক সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

 

ক) যে যে বিষয়ের সার্টিফিকেট কোর্স করানো হবে যোগ্যতা সহ তার বিস্তারিত তথ্য নীচে দিয়ে দেওয়া হল 

 

১) ইংরেজি

মেয়াদ - ৬ মাস (সপ্তাহে ২ দিন ক্লাস)

আসন সংখ্যা - ৪০টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ

কোর্স ফি - ১৫০০/- টাকা

 

২) ঝুমুর

মেয়াদ - ৩ মাস (শনি ও রবিবার ক্লাস)

আসন সংখ্যা - ২৫টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ

কোর্স ফি - ২০০০/- টাকা

 

৩) অ্যাগিল সফটওয়্যার ডেভেলপমেন্ট

মেয়াদ - ৬ মাস ( সপ্তাহে দুই দিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত ক্লাস)

আসন সংখ্যা - ৪০টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ

কোর্স ফি - ৬০০০/- টাকা (NON VU) /৩০০/- টাকা (VU)

 

আরও পড়ুনঃ ইন্ডিয়ান রেলওয়েতে আপ্রেন্টিস নিয়োগ

 

খ) যে যে বিষয়ের ডিপ্লোমা কোর্স করানো হবে যোগ্যতা সহ তার বিস্তারিত তথ্য নীচে দিয়ে দেওয়া হল - 

 

১) এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ

মেয়াদ - ১ বছর (সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে ক্লাস)

আসন সংখ্যা - ৪০টি

যোগ্যতা - লাইফ সায়েন্স/নিউট্রিশন বিষয়ে বি.এসসি গ্র্যাজুয়েট বা BMLT/সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি পড়ছে এমন ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।

কোর্স ফি - ৮,০০০/- টাকা

 

২) ডেটা সায়েন্স

মেয়াদ - ১ বছর (সপ্তাহে চার দিন দুই ঘণ্টা করে ক্লাস)

আসন সংখ্যা - ৪০টি

যোগ্যতা - বি.এসসি/ এম.এসসি ডিগ্রী পাশ

কোর্স ফি - ১২,০০০/- টাকা

 

৩) সাঁওতালি

মেয়াদ - ১ বছর (শনি ও রবিবার ক্লাস)

আসন সংখ্যা - ১০০টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ 

কোর্স ফি - ৫০০০/- টাকা

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasagar.ac.in/CentreCell/CCAE থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Office of the Centre for Continuing and Adult Education, 1st Floor of Pandit Ravi Shankar Bhavan, near Gate No.1, Vidyasagar University, Paschim Medinipur, Pin - 721102 '।

অথবা, প্রয়োজন তথ্যাদি ও আবেদন পত্রের স্ক্যান কপি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - ccaeoffice@mail.vidyasagar.ac.in

আবেদন মূল্য ২০০/- টাকা। আবেদন মূল্য জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে এই ঠিকানায় - ' UCO Bank, Vidyasagar University Branch, IFSC Code - UCBA0001748, Beneficiary Name - Vidyasagar University,CCAE, Account Number - 17480110077832, Swift Code - UCBAINBB102 '

আবেদন মূল্য জমা করার পর তার রিসিট অবশ্যই আবেদন পত্রের সাথে জমা করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদনের অফিসিয়াল বয়ানঃ University Centre / External Campus

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasagar.ac.in/CentreCell/CCAE  অথবা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 8373861707

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ