VB Recruitment: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1/2023।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ মে, ২০২৩ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) রেজিস্ট্রার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে।
২) ফাইন্যান্স অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে।
৩) লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ পি এইচ ডি ডিগ্রী এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - ইউজিসি ২০১৮ অনুযায়ী
৪) ডেপুটি রেজিস্ট্রার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট এবং ইন্টারভিউ
৫) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং পি এইচ ডি ডিগ্রী ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - ইউজিসি ২০১৮ অনুযায়ী।
৬) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
৭) সেকশন অফিসার
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
৮) অ্যাসিস্ট্যান্ট/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
৯) আপার ডিভিশন ক্লার্ক/অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
১০) লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
শূন্যপদ - ৯৯টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
১১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ৪০৫টি
যোগ্যতা - মাধ্যমিক /আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট/স্কিল টেস্ট।
১২) প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা অথবা ব্যাচেলর ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
১৩) সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা ব্যাচেলর ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
১৪) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটার এবং টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
১৫) লাইব্রেরী অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
১৬) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
১৭) ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ৪৫টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট
১৮) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
১৯) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
২০) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
২১) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
২২) প্রাইভেট সেক্রেটারি
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও স্কিলস থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট
২৩) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও স্কিলস থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট
২৪) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিলস থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট
২৫) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট
২৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১৭টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট
২৭) সিকিউরিটি ইন্সপেক্টর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আর্মি ক্লাস হলে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
২৮) সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.ই/বি.টেক ডিগ্রী সহ ৯ বছরের অভিজ্ঞতা বা এম.ই /এম.টেক ডিগ্রী সহ ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
২৯) সিস্টেম প্রোগ্রামার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - বি.ই/বি.টেক ডিগ্রী সহ ৫ বছরের অভিজ্ঞতা বা এম.ই /এম.টেক ডিগ্রী সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
পোস্ট অনুযায়ী বেতনক্রম এর তালিকা
Sl. No. |
GROUP |
7TH CPC PAY MATRIX |
CORE PAY SCALE AS PER 6TH CPC |
01. |
A |
Academic Level 14 |
Rs. 37400-67000/- AGP 10,000/- |
02. |
A |
Academic Level 10 |
Rs. 15600-/39100/-AGP 6000/- |
03. |
A |
Level -14 |
Rs. 37400-67000/- GP 10,000/- |
04. |
A |
Level 12 |
Rs. 15600-39100/-GP 7600/- |
05. |
A |
Level 10 |
Rs. 15600-39100/-GP 5400/- |
06. |
B |
Level 7 |
Rs. 9300-34800/- GP 4600/- |
07. |
B |
Level 6 |
Rs. 9300-34800/- GP 4200/- |
08. |
C |
Level 5 |
Rs. 5200-20200/- GP 2800/- |
09. |
C |
Level 4 |
Rs. 5200-20200/- GP 2400/- |
10. |
C |
Level 2 |
Rs. 5200-20200/- GP 1900/- |
11. |
C |
Level 1 |
Rs. 5200-20200/- GP 1800/- |
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট vbharatirec.nta.ac.in এর মাধ্যমে ১৬ মে, ২০২৩ তারিখের মধ্যে।
আবেদন মূল্য
Group and Level as per 7th CPC |
Category |
Application Fee (Rs.) |
Group ‘A’ posts (Academic Level / Level -14)
|
UR/EWS/OBC |
2000 |
SC/ST |
500 |
|
Women and PWD (40% and above) |
Nil |
|
Posts of Group ‘A’(Level -12 and Academic Level / Level-10 ) |
UR/EWS/OBC |
1600/- |
SC/ST |
400 |
|
Women and PWD (40% and above) |
Nil |
|
Posts of Group ‘B’ (Level -7 and 6)
|
UR/EWS/OBC |
1200/- |
SC/ST |
300 |
|
Women and PWD (40% and above) |
Nil |
|
Posts of Group ‘C’ (Level-5,4,3,2 and 1) |
UR/EWS/OBC |
900/- |
SC/ST |
225 |
|
Women and PWD (40% and above) |
Nil |
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.visva-bharati.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।