VECC Recruitment: কলকাতার সরকারি দপ্তরে অ্যাসোসিয়েট নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ভ্যারিয়েবল এনার্জি সাইকেলোট্রন সেন্টারে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - VECC-1/2023।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৬ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - রিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৬ মে, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
ফেলোশিপ - ফেলোশিপ অ্যামাউন্ট ৪৭,০০০/- টাকা।
নির্বাচন পদ্ধতি
শর্টলিস্টেড প্রার্থীদের প্রেজেন্টেশন কাম ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৬ মে, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে VECC এর অফিসিয়াল ওয়েবসাইট vecc.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির স্ক্যান কপি ইমেল করে পাঠাতে হবে এই ঠিকানায় - ra@vecc.gov.in এ।
আবেদনপত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now
ইমেল এর সাবজেক্ট এ লিখতে হবে - ' Engagement of Research Associate Position in response to Advt. No. VECC-1/2023 '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন VECC এর অফিসিয়াল ওয়েবসাইট vecc.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।