কলকাতার বিচার ভবনে ক্লার্ক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার বিচার ভবনে ক্লার্ক নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন -
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মে, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ক্লার্ক কাম টাইপিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ইংরেজি টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক পারিশ্রমিক - ১০,০০০/- টাকা
আরও পড়ুন - কমল তেলের দাম, স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের
২) বেঞ্চ ক্লার্ক - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপিং ও অন্যান্য অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক পারিশ্রমিক - ১০,০০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
এক বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন - লিভ ইন না কি লিভ আউট !
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মে, ২০২২ এর মধ্যে।
কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে - Download Now
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে ভরে ১০ টাকার পোস্টেজ স্ট্যাম্প সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে
এই ঠিকানায় - ' OFFICE OF THE JUDGE, SPL., (CBI) COURT NO.3 & 2nd SPL. NIA COURT, Bichar Bhawan (2nd floor), 2 & 3 Bankshall Street, Kolkata - 700001 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা হাইকোর্টের Official Website