High Court Assistant: কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট পদে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২৯১জন কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট, ২০২৪ তারিখ।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২৯১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
প্রথম পর্যায়ে প্রিলিমিনারী লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে কম্পিটিটিভ লিখিত পরীক্ষা এবং তৃতীয় পর্যায়ে মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রথম পর্যায় পরীক্ষার ক্ষেত্রে কলকাতা সহ চুঁচুড়া, হাওড়া সদর, বর্ধমান সদর ও মেদিনীপুর সদর এবং দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কলকাতা সহ শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in এর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট, ২০২৪ তারিখ।
আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৪০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট calcuttahightcourt.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।