ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন,  আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং ওয়েবসাইট

আজ আপনাদের ৫ টি চাকরির সন্ধান দেওয়া হল। দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোম্পানিতে আবেদনের সুযোগ রয়েছে - 

 

১) সংস্থার নাম -  GFL Recruitment Private Limited 

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

২)  সংস্থার নাম - TrisCo.

পোস্টের নাম -  সিনিয়র কনটেন্ট রাইটার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৩) সংস্থার নাম - Elrick Technology Private Limited 

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - NewtonGATE Academy 

পোস্টের নাম - কম্পিউটার শিক্ষক

সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৫)  সংস্থার নাম - Red Square

পোস্টের নাম -  গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ