ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আজ আপনাদের ৫ টি চাকরির সন্ধান দেওয়া হল। দেখে নিন আপনার যোগ্যতা অনুযায়ী কোন কোম্পানিতে আবেদনের সুযোগ রয়েছে -

 

১) সংস্থার নাম - Archies Gift Shop

পোস্টের নাম – সেলস গার্ল

বিজয়গড়, যাদবপুর, বাঘাযতীন অগ্রগণ্য। সময়ঃ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে।

আবেদনের জন্য যোগাযোগ করতে হবে 9830496530

 

আরও পড়ুনঃ Government Jobs: সপ্তাহের সবকটি চাকরির খবর একসঙ্গে

 

২) সংস্থার নাম - St. Helen School

পোস্টের নাম – সিকিউরিটি গার্ড, ইলেক্ট্রিশিয়ান, ফ্রন্ট অফিস এক্সিকিউতিভ।

ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে কম্পিউটার জানা মহিলা প্রয়োজন।

PF, ESI -এর সুবিধা আছে।

আবেদনের জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে।

সোমবার থেকে শুক্র বার দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত।

ঠিকানা - ST. HELEN SCHOOL, 21B, Rani Shankari Lane, Kolkata – 700026, Hazra. Contact: 9831075687

 

 

আরও পড়ুনঃ বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে ফ্রি তে !

 

৩) সংস্থার নাম - Maheshwari & Associates

পোস্টের নাম -  ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে admin@architectm.com

 

আরও পড়ুনঃ Powergrid recruitment: এক্সিকিউটিভ নিয়োগ করছে পাওয়ারগ্রিড

 

৪) সংস্থার নাম -Ramkrishna Samaj Mission

পোস্টের নাম – আবাসিক পুরোহিত

৪৫ বছরের নীচে নারী পুরুষ আবেদনের যোগ্য।

থাকা খাওয়া সহ ৬০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য সঠিক তথ্যাদি ও ফটো সহ দরখাস্ত করতে হবে।

ঠিকানাঃ পলশুন্ডা নদীয়া – 741156

 

আরও পড়ুনঃ আত্মরক্ষা কিভাবে করবেন জানাচ্ছেন পুলিশ, দেখুন ভিডিও

 

৫) সংস্থার নাম -  Village Talkies

পোস্টের নাম - কনটেন্ট রাইটার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ