সবার জন্য কাজের সুযোগ
ওয়েব ডেস্কঃ এই মন্দার বাজারে প্রতিদিন ই প্রচুর ছেলেমেয়ে চাকরির খোঁজ করেন। চাকরি আছে। কিন্তু ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পান না।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ
আজ থাকল ৫ টি কোম্পানি তে কাজের খবর। চাকরি পেতে আপনিও এখনই আবেদন করুন।
১) সংস্থার নাম - BYJU'S
পোস্টের নাম – বিজনেস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েট
গ্রাজুয়েট পাশ যোগ্যতায় আবেদনের যোগ্য।
হিন্দি ও ইংরেজি তে ভালো কমিউনিকেশন দক্ষতা প্রয়োজন।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ WBJS: প্রিলি পরীক্ষা আগামী বছরের মার্চে, ঘোষণা PSC’র
২) সংস্থার নাম - Kaymo Fastener Co
পোস্টের নাম – বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ
B.Sc, B.Tech বা B.E. পাশ সহ সেলস-এ অভিজ্ঞতা প্রয়োজন ।
ভালো কমিউনিকেশন এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে দক্ষিণ পূর্ব রেল
৩) সংস্থার নাম - Vodafone Idea Limited
পোস্টের নাম – GM - Zonal Sales
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
গ্রাজুয়েট, এম বি এ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
ইংরেজি ও স্থানীয় ভাষা জানতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ ট্রান্সলেশানে সার্টিফিকেট কোর্স করাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
৪) সংস্থার নাম - PINKVILLA
পোস্টের নাম - ডেটা এন্ট্রি
বাড়ি থেকে কাজ করতে হবে।
কাজের সময় সোম থেকে শনি । সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা।
নিজের ল্যাপটপ ও Wi-Fi কানেকশন থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ AAI Job: এয়ারপোর্ট অথোরিটির শাখা সংস্থায় ৪০০ জন কর্মী নিয়োগ
৫) সংস্থার নাম - Colonels Academy
পোস্টের নাম - PGT (ফিজিক্স, কেমিস্ট্রি)
বেতন ২২ হাজার থেকে ৩৬ হাজার
থাকা খাওয়ার ব্যবস্থা সহ EPF, ESIC ইত্যাদির সুবিধা আছে
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে cvcolonelsacademy@gmail.com।
আবেদনের শেষ তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৩
যোগাযোগঃ ৯৯৭৩৮৫৫২৯৯, ৯৪৩০৫২২৫১১ (www.colonelsacademy.in)