ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক  দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ।

 

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

 

১) সংস্থার নাম - Delhi Public School

পোস্টের নাম - শিক্ষক, স্পেশাল এডুকেটর, অ্যাডমিশন ইন চার্জ, সুপারভাইসর 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dpsbdn.org

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে dpsbdnrecruitment@gmail.com

 

আরও পড়ুনঃ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ

 

২) সংস্থার নাম - Ghatal College of Education

পোস্টের নাম - ফ্যাকাল্টি (বি. এড. সেকশন)

বিষয়ঃ English, Maths, Physical Science, Geography, Pol Science, Philosophy, Music, Education, Foumdation, Librarian.

যোগ্যতা NCTE গাইডলাইন অনুযায়ী।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে মেল করতে হবে ।

ইমেল আইডি  - ghatalcollegeofeducation@gmail.com

যোগাযোগঃ 03225 257150 / 9434509849

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আরও পড়ুনঃ ICDS সুপারভাইজার পরীক্ষার ফল প্রকাশ

 

৩) সংস্থার নাম - Gitaram

পোস্টের নাম ও যোগ্যতা - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (MCA / M.Tech in Computer Science), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচ আর এক্সিকিউটিভ (MBA / PGDM in HR, Management Graduate), নার্সিং সুপার (B.Sc. Nurshing with Experience)

আবেদনের জন্য 5 দিনের মধ্যে মেল করতে হবে hrd@gitaram.in এ।

 

আরও পড়ুনঃ মাসের সেরা সরকারি চাকরির খবর এক নজরে

 

৪) সংস্থার নাম - Santra Publication Pvt. Ltd.

পোস্টের নাম - ডি টি পি, গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেটর, প্রি প্রেস কন্ট্রোলার

সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য ৭ দিনের মধ্যে মেল করুন editorial.sppl@gmail.com

বা cv পাঠাতে পারেন 1703, 17th floor, Tower-1, P.S Srijan Corporate Park, Plot no.: G-2, block GP, Sec - V , Kol-91 ।

যোগাযোগ - 03366181818

 

আরও পড়ুনঃ পাঁচটি কোম্পানিতে চাকরির সুযোগ

 

৫) সংস্থার নাম - The Neet School

পোস্টের নাম - অ্যাকাডেমিক কাউন্সিলর

গ্রাজুয়েট হতে হবে ও ভালো কমিউনিকেশন স্কিল প্রয়োজন।

শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।

বেস্ট প্যাকেজ । কোনও টার্গেট নেই। 

টেলিফোনিক ইন্টারভিউর জন্য সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ তার মধ্যে কল করতে হবে -

9830623337/ 9830023894 নম্বরে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ