ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইউ পি এস সি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিযুক্ত করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 12/2023।

অফিসার, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৩ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার

শূন্যপদ - ৭টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৮

 

২) জুনিয়র ট্রান্সলেশন অফিসার

শুন্যপদ - ৮৬টি

যোগ্যতা - হিন্দি/ ইংরেজি বিষয় সহ ইংরেজি/হিন্দি বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট সহ অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৬

 

 

৩) সিনিয়র লেকচারার (টিউবারকিউলোসিস অ্যান্ড রেসিপিটারি ডিসিজ)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মেডিক্যাল বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১১

 

৪) সিনিয়র লেকচারার (জেনারেল সার্জারি)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মেডিক্যাল বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১১

 

৫) সিনিয়র লেকচারার (জেনারেল মেডিসিন)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - মেডিক্যাল বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১১

 

৬) প্রিন্সিপাল অফিসার (ইঞ্জিনিয়ারিং) কাম জয়েন্ট ডিরেক্টর জেনারেল (টেকনিক্যাল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা সহ অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১৪

 

৭) পাবলিক প্রসিকিউটর

শূন্যপদ - ২৩টি

যোগ্যতা - এল এল বি ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১০

 

৮) জুনিয়র সাইন্টিফিক অফিসার (ফিজিক্স)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৭

 

৯) জুনিয়র সাইন্টিফিক অফিসার (কেমিস্ট্রি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৭

 

১০) জুনিয়র সাইন্টিফিক অফিসার (বায়োলজি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৭

 

১১) জুনিয়র সাইন্টিফিক অফিসার (বালিস্টিকস)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৭

 

১২) লাইভস্টক অফিসার

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১০

 

১৩) এয়ার সেফটি অফিসার

শূন্যপদ - ৪৪টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১০

 

১৪) এয়ার ওয়ার্থিনস অফিসার

শূন্যপদ - ৮০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১০

 

১৫) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড - I

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৮

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

UPSC পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in/ora/VacancyNoticePub.php  এর মাধ্যমে ১৩ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্রের প্রিন্ট কপি ১৪ জুলাই,২০২৩ এর মধ্যে বের করে নিতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন মূল্য ২৫ টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ