ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অন্তর্গত বিভিন্ন শাখাতে এমবিএ ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন? এই সংস্থা গুলিতে আবেদন করুন

উল্লেখিত কোর্সে কারা কোন যোগ্যতায় এই কোর্সে ভর্তি হতে পারবেন তা নীচে দেওয়া হলঃ

কোর্সের নাম - মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন

কোর্সের মেয়াদ - ২ বছর

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী এবং CAT/MAT/CMAT/GMAT/XAT প্রভৃতি পরীক্ষা দিয়ে থাকতে হবে।

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে নম্বরের ছাড় ও আসন সংরক্ষিত থাকবে।

 

নির্বাচন পদ্ধতি 

 

CAT/MAT/CMAT/GMAT/XAT প্রভৃতি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য ছাত্র ছাত্রীদের নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mba.nbu.ac.in

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mba.nbu.ac.in এর মাধ্যমে ১৬ জুলাই, ২০২৩ এর মধ্যে।

আবেদন ও প্রসেসিং ফি ১০০০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mba.nbu.ac.in |

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ