ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৪ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ শতাধিক কর্মী নিয়োগ

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) লিগাল স্পেশালিস্ট

শূন্যপদ - ২৫টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

 

২) অ্যাকাউন্টস/ফাইন্যান্স স্পেশালিস্ট

শূন্যপদ - ২৪টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ CA বা ICWA ডিগ্রী থাকতে হবে।

 

৩) কোম্পানি সেক্রেটারিজ

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এর পরীক্ষায় পাশ হতে হবে।

 

৪) অ্যাকচুরিজ

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

 

৫) ডক্টরস

শূন্যপদ - ২০টি

যোগ্যতা - এমবিবিএস/ বিএএমএস/ বিএইচএমএস ডিগ্রী এবং অ্যাসোসিয়েশন দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

 

৬) ইঞ্জিনিয়ার্স

শূন্যপদ - ২২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাতে বি.ই / বি.টেক ডিগ্রী থাকতে হবে।

 

৭) এগ্রিকালচার স্পেশালিস্ট

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

 

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।


বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম হল - ৫০,৯২৫/- টাকা - ৯৬,৭৬৫/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে ডক্টর পোস্টের ক্ষেত্রে কেবল ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহ, ২০২৩।

কলকাতা সহ বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন UIICL এর অফিসিয়াল ওয়েবসাইট uiic.co.in/recruitment/details/15004 

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে UIICL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ১৪ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UIICL এর অফিসিয়াল ওয়েবসাইট uiic.co.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ