UCO Bank Recruitment: ইউকো ব্যাঙ্কে বিভিন্ন পদে অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইউকো ব্যাঙ্কে বিভিন্ন পদে অফিসার নিয়োগ করা হবে (Uco Bank Recruitment 2025 - 26)। বিজ্ঞপ্তি নম্বর - HO/HRM/RECR/2024 - 25/COM - 70।
আবেদন করতে হবে অনলাইনে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ইকোনমিস্ট (JMGS - I)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,৪৮০/- টাকা - ৮৫,৯২০/- টাকা
২) ফায়ার সেফটি অফিসার (JMGS - I)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২২ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,৪৮০/- টাকা - ৮৫,৯২০/- টাকা
আরও পড়ুনঃ একনজরে কোথায় কি চাকরি
৩) সিকিউরিটি অফিসার (JMGS - I)
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,৪৮০/- টাকা - ৮৫,৯২০/- টাকা
৪) রিস্ক অফিসার (MMGS - II)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৪,৮২০/- টাকা - ৯৩,৯৬০/- টাকা
৫) আই টি অফিসার (MMGS - II)
শূন্যপদ - ২১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৪,৮২০/- টাকা - ৯৩,৯৬০/- টাকা
৬) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (MMGS - II)
শূন্যপদ - ২৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৪,৮২০/- টাকা - ৯৩,৯৬০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
অনলাইন লিখিত পরীক্ষা/ইন্টারভিউ প্রভৃতি এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন UCO Bank এর অফিসিয়াল ওয়েবসাইট ucobank.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে UCO Bank এর অফিসিয়াল ওয়েবসাইট https://ucobank.com এর মাধ্যমে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে আবেদন মূল্য ১০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমের দ্বারা।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UCO Bank এর অফিসিয়াল ওয়েবসাইট ucobank.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।