SSC এর মাধ্যমে ট্রান্সলেটর পোস্টে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, ২০২২ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে ট্রান্সলেটর পোস্টে কর্মী নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
আবেদন করতে হবে অনলাইনে ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র ট্রান্সলেটর
নিয়োগকারী দপ্তর - Central Secretariat Official Language Services
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২) জুনিয়র ট্রান্সলেটর
নিয়োগকারী দপ্তর - M/o Railways (Railway Board)
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৩) জুনিয়র ট্রান্সলেটর
নিয়োগকারী দপ্তর - Armed Forces Headquaters
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৪) জুনিয়র ট্রান্সলেটর/জুনিয়র হিন্দি ট্রান্সলেটর
নিয়োগকারী দপ্তর - Model RRs of DoP & T for JT/JHT
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৫) সিনিয়র হিন্দি ট্রান্সলেটর
নিয়োগকারী দপ্তর - বিভিন্ন সরকারি দপ্তর/অফিস/মন্ত্রকে
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই যোগ্যতা - হিন্দি / ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ডিগ্রী লেভেলে হিন্দি / ইংরেজি বিষয় (alternative) আবশ্যিক/ঐচ্ছিক হিসেবে থাকতে হবে।
অথবা, হিন্দি মাধ্যমে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ডিগ্রী লেভেলে হিন্দি / ইংরেজি বিষয় (alternative) আবশ্যিক/ঐচ্ছিক হিসেবে থাকতে হবে।
অথবা, অনুবাদে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার দুটি পেপার আছে।
পেপার - ১ হল কম্পিউটার বেসড পরীক্ষা।
১০০ নম্বরের এই পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।
পেপার ২ হল ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা।
২০০ নম্বরের এই পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা।
প্রতিটি পেপারে উত্তীর্ণ হতে হবে।
পেপার ১ উত্তীর্ণ হলে তবে পরবর্তী পেপারের পরীক্ষা দিতে পারা যাবে।
কম্পিউটার বেসড পরীক্ষার সম্ভাব্য সময় সীমা অক্টোবর, ২০২২।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে পরীক্ষাকেন্দ্র আছে।
পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এর মাধ্যমে ৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির অথবা অফলাইনে SBI এর চালানের মাধ্যমে।
টাকা জমা করার শেষ তারিখ ৫ আগস্ট, ২০২২।
একজন পরীক্ষার্থী কেবলমাত্র একবারই আবেদন করবেন।
পরবর্তীকালে যদি দেখা যায়, একজন পরীক্ষার্থীর একাধিক রেজিস্ট্রেশন নম্বর রয়েছে তাহলে তার সব আবেদন পত্রগুলোই বাতিল হবে। এক্ষেত্রে কারেকশন করার যে উইন্ডো সেটা বিবেচ্য নয়।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in।