সরকারি রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2023/1।
আবেদন করতে হবে অনলাইনে ২২ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - ৮৯,৯০০/- টাকা
২) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী অথবা ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
পারিশ্রমিক - ৮৯,৯০০/- টাকা
৩) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পারিশ্রমিক - ৮৯,৯০০/- টাকা
৪) প্রোজেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
পারিশ্রমিক - ৫৫,৬০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কাজের মানের উপর ভিত্তি করে মোট ৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.tifr.res.in/positions এর মাধ্যমে ২২ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।
পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্র পাঠাতে হবে এই ঠিকানায় - Administrative Officer (D), Recruitment Cell, Tata Institute of Fundamental Research, 1, Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai - 400005।
খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে
তার নাম, বিজ্ঞপ্তি নম্বর ইত্যাদি উল্লেখ অবশ্যই করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.tifr.res.in/positions।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।