কর্মী নিয়োগ করছে কলকাতার এশিয়াটিক সোসাইটি
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার এশিয়াটিক সোসাইটিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৩০০/- টাকা।
তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে NEFT/RTGS এর মাধ্যমে।
Bank - Central Bank of India
Account Name - The Asiatic Society, Kolkata
A/c No. 3489910353
IFSC Code - CBIN0280108
Branch - Park Street, Kolkata
টাকা জমা করার রিসিট অবশ্যই অনলাইনে আপলোড করতে হবে।
কোন সমস্যা থাকলে ইমেল করতে পারেন এই মেল আইডিতে theasiaticsociety@gmail.com।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট asiaticsocietykolkata.org।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ