ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সি এস আই আর - ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে টেকনিশিয়ান পদে মোট ৭৯ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - Rectt./03/2022।

ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। শুরুতেই বেতন প্রায় ৩৪,০০০/- টাকা।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ জুলাই, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যে যে শাখাতে টেকনিশিয়ান নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) ইলেকট্রনিক্স
শূন্যপদ - ১৭টি

২) ইলেকট্রিক্যাল 
শূন্যপদ - ১৭টি

৩) ইনস্ট্রুমেন্টেশন
শূন্যপদ - ১১টি

৪) কম্পিউটার
শূন্যপদ - ১১টি

৫) ফিটার 
শূন্যপদ - ৫টি

 

আরও পড়ুনঃ দ্বিগুণ হল পেনশন, কারা থাকছেন তালিকায়?

 

৬) ড্রটসম্যান (সিভিল)
শূন্যপদ - ৪টি

৭) ওয়েল্ডিং
শূন্যপদ - ৪টি

৮) মেশিনিস্ট
শূন্যপদ - ৩টি

৯) ড্রটসম্যান (মেকানিকাল)
শূন্যপদ - ১টি

১০) টুল অ্যান্ড ডাই মেকার
শূন্যপদ - ১টি

১১) ডিজেল মেকানিক
শূন্যপদ - ১টি

১২) টার্নার
শূন্যপদ - ১টি

১৩) শিট মেটাল
শূন্যপদ - ১টি

১৪) গ্লাস ব্লোয়ার
শূন্যপদ - ১টি

১৫) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
শূন্যপদ - ১টি

যোগ্যতা - প্রতিটি শাখার ক্ষেত্রেই কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে বিজ্ঞান বিষয় সহ মাধ্যমিক পাশ এবং

সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট/ ২ বছরের অ্যাপ্রেন্টিসশিপ/ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

আরও পড়ুনঃ আসছে আরও এক ভারতীয় অধিনায়কের বায়োপিক

 

বয়স - বয়স হতে হবে ৩ জুলাই, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ৩৩,৮৪৮/- টাকা

নির্বাচন পদ্ধতি

স্ক্রিনিং টেস্ট, ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল শর্ট সিলেক্টেড প্রার্থীদের ট্রেড টেস্ট নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ এবার মাত্র দেড় বছরের মধ্যেই দশ লক্ষ সরকারি চাকরি, ঘোষণা প্রধানমন্ত্রীর

 

এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষা দিতে পারা যাবে।

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ জুলাই, ২০২২ এর মধ্যে।

প্রথমে NPL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nplindia.org থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Controller of Administration, CSIR - National Physical Laboratory, Dr. K.S.Krishnan Marg, New Delhi - 110012 '।

খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF TECHNICIAN (1) (Post Code No...) ' ।

আবেদন মূল্য ১০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/রূপান্তরকামী/CSIR কর্মী/বৈদেশিক প্রার্থী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

ঠিকানা - ' in favour of " Director, National Physical Laboratory " payable at New Delhi '।

একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথক ভাবে করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NPL এর অফিসিয়াল ওয়েবসাইট www.nplindia.org

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ