ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের অন্তর্গত মেডিক্যাল কলেজ গুলিতে ৪৯১ জন শিক্ষক নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

সরকারি বিজ্ঞপ্তিঃ Read Now

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) অ্যানাটমি
শূন্যপদ - ১৯টি

২) অ্যানেস্থেনিওলজি 
শূন্যপদ - ৪০টি

৩) বায়োকেমিস্ট্রি
শূন্যপদ - ১৪টি

৪) কমিউনিটি মেডিসিন
শূন্যপদ - ৩৩টি

৫) ডেন্টিস্ট্রি
শূন্যপদ - ৩টি

৬) ডারমেটোলজি
শূন্যপদ - ৫টি

৭) ইমার্জেন্সী মেডিসিন
শূন্যপদ - ৯টি

৮) ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি
শূন্যপদ - ৫টি

৯) জেনেরাল মেডিসিন
শূন্যপদ - ৫১টি

১০) জেনেরাল সার্জারি
শূন্যপদ - ৫৮টি

১১) মাইক্রোবায়োলজি
শূন্যপদ - ২৮টি

১২) OBGY
শূন্যপদ - ৩৫টি

১৩) অপথ্যালমলজি
শূন্যপদ - ১৮টি

১৪) অর্থোপেডিকস
শূন্যপদ - ৩০টি

১৫) ENT
শূন্যপদ - ১৭টি

১৬) পেডিয়াট্রিকস
শূন্যপদ - ৩৩টি

১৭) প্যাথলজি
শূন্যপদ - ২২টি

১৮) ফার্মাকোলজি
শূন্যপদ - ১৫টি

১৯) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন
শূন্যপদ - ৮টি

২০) ফিজিওলজি
শূন্যপদ - ১৪টি

২১) সাইকায়াট্রি
শূন্যপদ - ৭টি

২২) রেডিওলজি
শূন্যপদ - ১৪টি

২৩) রেসিপিটারি মেডিসিন
শূন্যপদ - ৬টি

২৪) স্টাটিশিয়ান
শূন্যপদ - ৪টি

২৫) ট্রান্সফিউশন মেডিসিন
শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - 67700/- টাকা - 208700/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in এর মাধ্যমে ১৮ জুলাই, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায়  ' ESI Fund Account No.II '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ