সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কেবলমাত্র ইন্টারভিউ দিয়ে শিক্ষক হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়।
আরও পড়ুন -
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে -
১) পিজিটি শিক্ষক - ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, বায়োলজিও কম্পিউটার সায়েন্স
২) টিজিটি শিক্ষক - গণিত, বিজ্ঞান, সংস্কৃত ও ইংরেজি ।
এছাড়া ও যোগা, কম্পিউটার ইন্সট্রাক্টর, ড্যান্স টিচার, কম্পিউটার ইন্সট্রাক্টর কোচ নিয়োগ করা হবে।
মিউজিকের ক্ষেত্রে নেওয়া হবে পিআরটি শিক্ষক ।
আবেদন পদ্ধতি
পিজিটি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে ৯ জুন, ২০২২ তারিখে।
টিজিটি বিষয়ে ইন্টারভিউর তারিখ ১০ জুন, ২০২২ । পিআরটি ও মিউজিক বিষয়ের ইন্টারভিউ হবে ১১ জুন, ২০২২ এ।
সিভি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সহ উল্লেখিত তারিখে সকাল ৮:৩০টার মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় এন টি পি সি, ফারাক্কা ক্যাম্পাস এ যেতে হবে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ntpcfarakka.kvs.ac.in।