ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : টেলিকমিউনিকেশন কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - TCIL/lTTII/47/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) পোস্টের নাম - সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক -  ২৫০,০০০/- টাকা।

 

 

২) পোস্টের নাম  - অ্যান্ড্রয়েড/ আইও এস সিকিউরিটি রিসার্চার 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

৩) পোস্টের নাম -ডার্ক ওয়েব রিসার্চার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

৪) পোস্টের নাম - সাইবার ল' এক্সপার্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এল এল বি/এল এল এম এ গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১২০,০০০/- টাকা।

 

 

 

৫) পোস্টের নাম - সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক স্পেশালিস্ট

 

শূন্যপদ - ২টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

৬) পোস্টের নাম - ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেট ম্যানেজমেন্ট 

 

শূন্যপদ - ৩টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

৭) পোস্টের নাম - এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ( প্রকিওরমেন্ট)

 

শূন্যপদ - ১টি

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১২০,০০০/- টাকা।

 

 

 

৮) পোস্টের নাম - এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ( অফিস এক্সপার্ট )

 

শূন্যপদ - ২টি

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

পারিশ্রমিক - ৬৫০০০/- টাকা।

 

 

 

৯) পোস্টের নাম - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( এন সি আর পি ) 

 

শূন্যপদ - ৩টি 

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ৬৫০০০/- টাকা।

 

 

 

 

১০) পোস্টের নাম - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( সি এফ সি এফ্ আর এম এস ) 

 

শূন্যপদ - ৩টি

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ৬৫০০০/- টাকা।

 

 

 

১১) পোস্টের নাম - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( জে সি সি টি )

 

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ৬৫০০০/- টাকা।

 

 

 

১২) পোস্টের নাম - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( এন সি ই এম ইউ )

 

শূন্যপদ -  ১টি

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ৬৫০০০/- টাকা।

 

 

 

১৩) পোস্টের নাম - সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর

 

শূন্যপদ - ২টি 

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১২০,০০০/- টাকা।

 

 

 

 

১৪) পোস্টের নাম - সিকিউরিটি অপারেশন সেন্টার এক্সপার্ট 

 

শূন্যপদ - ১টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

 

১৫) পোস্টের নাম - ম্যালওয়্যার রিসার্চার

 

শূন্যপদ - ২টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

১৬) পোস্টের নাম -  ডেটা অ্যানালিস্টিকস প্রফেশনাল

 

শূন্যপদ - ৪টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

১৭) পোস্টের নাম - সাইবার ক্রাইম রিসার্চার ( বি এফ এস আই ) 

 

শূন্যপদ - ২ টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

 

১৮) পোস্টের নাম -  সাইবার ক্রাইম রিসার্চার ( টেলিকম অ্যান্ড আই ও টি )

 

শূন্যপদ - ২টি

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/ টাকা।

 

 

 

 

১৯) পোস্টের নাম - সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

 

শূন্যপদ - ১টি 

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা

 

 

 

২০) পোস্টের নাম - মাস কমিউনিকেশন এক্সপার্ট 

 

শূন্যপদ - ১টি 

 

যোগ্যতা - মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ৭ বছরের অভিজ্ঞতা অথবা এমবিএ সহ মাস কমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা সহ ৬ বছরের অভিজ্ঞতা

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

২১) পোস্টের নাম - ডিজিটাল মিডিয়া আউটরিচ এক্সপার্ট

 

শূন্যপদ - ১টি

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১২০,০০০/- টাকা।

 

 

 

 

২২) পোস্টের নাম - ইকো সিস্টেম কমিনিউটি ডেভেলপমেন্ট প্রফেশনাল

 

শূন্যপদ - ১টি 

 

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর নম্বর সহ এমসিএ/এমবিএ এবং সংশ্লিষ্ট  ক্ষেত্রে  অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ১৬০,০০০/- টাকা।

 

 

 

 

২৩) পোস্টের নাম - সাইবার থ্রেট অ্যানালাইসিস্ট

 

শূন্যপদ - ১টি 

 

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পারিশ্রমিক - ৬০০০০/- টাকা।

 

 

নির্বাচন পদ্ধতি

 

প্রিলিমিনারী স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন TCIL এর অফিসিয়াল ওয়েবসাইট।

 

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ইমেল করতে হবে এই ইমেল আইডিতে csp.mha@tcil.net.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন TCIL এর অফিসিয়াল ওয়েবসাইট।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ