ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা হাইকোর্টে গ্রুপ - সি স্টেনো পোস্টে কর্মী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। শুরুতেই বেতন প্রায় ৩৩ হাজার টাকা। 

আরও পড়ুন - SSC র মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


পোস্ট - স্টেনোগ্রাফার (গ্রুপ - সি)
শূন্যপদ - ১৭টি

আরও পড়ুন - মোট ৭ টি সরকারি দপ্তরে চাকরির ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন আজই


যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান এবং শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ১২০টি শব্দ ও  প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।


বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে। 
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


দুটি ধাপে স্কিল টেস্ট নেওয়া হবে। প্রথম ধাপে  আবেদনকারীদের ৫ মিনিট সময় দেওয়া হবে এবং প্রতি মিনিটে ১২০টি শব্দ শর্টহ্যান্ড এ করে দেখাতে হবে। তারপর ৪৫ মিনিটের মধ্যে ওই লেখাটা হাতে লিখে দেখাতে হবে।

আরও পড়ুন -  চাকরি চাই ? আজই আবেদন করুন এই ১০ টি কোম্পানিতে


প্রথম ধাপে উত্তীর্ণ হলে সেই সকল নির্বাচিত প্রার্থী দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবেন। এই ক্ষেত্রেও স্কিল টেস্ট নেওয়া হবে। দ্বিতীয় ধাপের পরে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

শুরুতে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপর ক্যাটাগরি ও পোস্টের নাম লিখতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in/ 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ