ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কএসএসসি এর মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ও হাভলদার পোস্টে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করা হবে । কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে এই নিয়োগ হবে।

মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

 

 

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়া হতে পারে। কোনও ইন্টারভিউ নেই।

আবেদন করতে হবে অনলাইনে ২১ জুলাই ২০২৩ এর মধ্যে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ।

 

শিক্ষাগত যোগ্যতা

 

মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন

তবে মুক্ত ও দূরশিক্ষা বিভাগের মাধ্যমে ডিগ্রী/ডিপ্লোমা/সার্টিফিকেট প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না।

বয়স

মাল্টি টাস্কিং স্টাফ ও হাভালদার CBN পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে ।

হাভালদার CBIC এবং মাল্টি টাস্কিং স্টাফ এর কিছু পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে ।

তবে এসসি/এসটির জন্য ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

শূন্যপদ

মাল্টি টাস্কিং স্টাফ: ১১৯৮

হাভালদার: ৩৬০

 

নির্বাচন পদ্ধতি


কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

সেশন ১ এ  নেগেটিভ মার্কিং নেই। সেশন ২ এ নেগেটিভ মার্ক আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১  নম্বর কাটা যাবে।

হাভালদার  পোস্টের ক্ষেত্রে PET ও PST পরীক্ষা দিতে হবে।

PET তে পুরুষদের ১৫ মিনিটে ১৬০০ মিটার হাঁটা ও ৩০ মিনিটে ৮ কিমি সাইক্লিং এবং মহিলাদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিমি হাঁটা ও ২৫ মিনিটে ৩ কিমি সাইক্লিং করে দেখাতে হবে।

PST পরীক্ষার জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭.৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি ও ওজন হতে হবে ৪৮ কেজি।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে উচ্চতার ছাড় আছে।

পরীক্ষার  ৩ - ৭ দিন আগে অ্যাডমিশন সার্টিফিকেট ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। সেটির প্রিন্ট আউট বার করে নিতে হবে।

ফাইনাল মেধা তালিকা তৈরি হবে সেশন ২ এ পাওয়া নম্বরের ভিত্তিতে। কোনও ইন্টারভিউ নেই।

 

পরীক্ষার সিলেবাস

 

Part

Subject

Number of Questions/

Maximum Marks

Time Duration (For all four Parts)

Session-I

45  Minutes  (60 Minutes for candidates eligible for scribes as per para 8)

I

Numerical and

Mathematical Ability

20/60

II

Reasoning Ability and Problem Solving

20/60

Session-II

45  Minutes  (60 Minutes for candidates eligible for scribes as per para 8)

I

General Awareness

25/75

II

English Language and Comprehension

25/75

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in  এ ।

আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২৩

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদির ছবি আপলোড করে আবেদন পত্র পূরণ করতে হবে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/BHIM UPI এর মাধ্যমে বা অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in  

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ