ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে প্রায় ১১,৪০৯ জন কর্মী নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং স্টাফ ও হাভালদার পোস্টের জন্য মিলিত ভাবে এই সংখ্যক কর্মী নিযুক্ত হবে। নিয়োগ করা হবে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস এর বিভিন্ন দপ্তরে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ১০,৮৮০টি

২) হাভালদার
শূন্যপদ - ৫২৯টি

 

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে। 

পাশাপাশি হাভালদার পোস্টের জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭.৫ সেমি ও বুকের ছাতির মাপ ৮১ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫২ সেমি ও ওজন ৪৮ কেজি।

বয়স - সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস দপ্তরের জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস দপ্তরের জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় আছে।

বেতনক্রম - পে - লেভেল ১ (7th Pay Commission)

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড এক্সামিনেশন এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)/ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

দুটি সেশনে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। 

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা এপ্রিল, ২০২৩।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ আসানসোল, বর্ধমান, দূর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in

 

আবেদন পদ্ধতিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এর মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না। 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে অথবা অফলাইনে SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।

অনলাইনে টাকা জমা করার এবং ব্যাঙ্কে চালান জেনারেট করার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।

অফলাইনে ব্যাঙ্কে চালানের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২৩।

আবেদন পত্র সংশোধন করার সময় সীমা ২৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ