SSC CHSL: উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। শূন্যপদ প্রায় ১৬০০ টি। নিয়োগ করা হবে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে (SSC HS Level Exam)।
পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় সীমা আগস্ট, ২০২৩।
প্রসঙ্গত, Combined Higher Secondary (10+2) Level Examination, ২০২৩ পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করতে হবে অনলাইনে ৮ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
মোট শূন্যপদ - ১৬০০টি
যোগ্যতা - যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
কোন পোস্টে কীরকম বেতন -
১) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA): ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
২) ডেটা এন্ট্রি অপারেটর (DEO): ২৫,৫০০/- টাকা - ৮১, ১০০/- টাকা এবং ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
৩) ডেটা এন্ট্রি অপারেটর Grade ‘A’: ২৫,৫০০/- টাকা - ৮১, ১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে ২ টি ধাপের পরীক্ষার মাধ্যমে - টায়ার ১, টায়ার ২।
টায়ার ১ এ কম্পিউটার বেসড পরীক্ষায় English Language, General Intelligence, Quantitative Aptitude ও General Awareness থেকে ১০০ টি প্রশ্ন (২০০ নম্বর) থাকবে। সময় ১ ঘণ্টা।
অবজেক্টিভ টাইপ , MCQ টাইপ প্রশ্ন থাকবে। নেগেতিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.৫০ নাম্বার কাটা যাবে।
টায়ার ২ তে ২টো সেশন – সেশন ১ ও সেশন ২
এরপর নেওয়া হবে স্কিল টেস্ট / টাইপিং। কোনও ইন্টারভিউ নেওয়া হবে না।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান,শিলিগুড়ি,আসানসোল পরীক্ষা কেন্দ্র রয়েছে।
টায়ার ১ পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা আগস্ট, ২০২৩।
টায়ার ২ পরীক্ষা হওয়ার দিন পরবর্তী কালে ssc-এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ প্রকাশিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে স্টাফ সিলেকশন কমিশন এর এই ওয়েবসাইটে - ssc.nic.in এর মাধ্যমে ৮ জুন, ২০২৩ এর মধ্যে।
আবেদন ফি ১০০ টাকা (আবেদন ফি নেই এই সমস্ত পরীক্ষার্থীদের - Women, Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD) and Ex-servicemen (ESM))।
টাকা জমা করতে হবে অনলাইন বা অফলাইন (SBI চালান) এর মাধ্যমে
অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ১০ জুন, ২০২৩ এবং অফলাইনে ১২ জুন, ২০২৩।
আবেদন পত্র সংশোধন করার সময় সীমা ১৪ জুন, ২০২৩ থেকে ১৫ জুন, ২০২৩ পর্যন্ত। সংশোধনের জন্য আলাদা চার্জ দিতে হবে।
একজন ব্যক্তি একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এস এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট - ssc.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।