স্টাফ সিলেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার ফলপ্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2019 এর পেপার-১ পরীক্ষার ফল প্রকাশিত হল।
সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন ৪৭৫০ জন।
ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন ৯৩১ জন।
পরীক্ষার্থীরা নিজেদের মার্কস দেখতে পাবেন ৮ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২১ পর্যন্ত কমিসনের অফিসিয়াল ওয়েবসাইটে। যারা পাশ করেছেন তাদের পেপার ২ এর ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে ২১ মার্চ, ২০২১ এ। কমিশনের রিজিওনাল অফিসের ওয়েবসাইট থেকে অ্যাডমিশান সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন কমিসনের অফিসিয়াল ওয়েবসাইটে।