ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2019 এর পেপার-১ পরীক্ষার ফল প্রকাশিত হল।

সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন ৪৭৫০ জন।

ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন ৯৩১ জন।

পরীক্ষার্থীরা নিজেদের মার্কস দেখতে পাবেন ৮ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২১ পর্যন্ত কমিসনের অফিসিয়াল ওয়েবসাইটে। যারা পাশ করেছেন তাদের পেপার ২ এর ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে ২১ মার্চ, ২০২১ এ। কমিশনের রিজিওনাল অফিসের ওয়েবসাইট থেকে অ্যাডমিশান সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন কমিসনের অফিসিয়াল ওয়েবসাইটে

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ