SPMCIL Recruitment: সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী
স্কিল বেঙ্গল ডেস্ক : সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023।
আবেদন করতে হবে অনলাইনে ১ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সুপারভাইজার (জুনিয়র হিন্দি ট্রান্সলেটর)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয় মাস্টার্স ডিগ্রী সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
২) সুপারভাইজার (ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৩) সুপারভাইজার (মেকানিকাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৪) সুপারভাইজার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৫) সুপারভাইজার (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৬) সুপারভাইজার (মেটালার্জি )
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা
৭) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ll
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৫৪০/- টাকা - ৭৭,১৬০/- টাকা
৮) এনগ্রিভার (মেটাল ওয়ার্কস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা
৯) সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটারে ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.igmhyderabad.spmcil.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.igmhyderabad.spmcil.com এর মাধ্যমে ১ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
ইন্টিমেশান চার্জ সহ আবেদন মূল্য ৬৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০/- টাকা।
টাকা জমা করতে হবে অনলাইনে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPMCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.igmhyderabad.spmcil.com।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।