ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SPAB/RGO/Advt./2023/18।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা - ১,৮২,৪০০/- টাকা

 

২) মেডিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এম বি বি এস ডিগ্রী এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

৩) টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এম.টেক ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

৪) সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে এম.টেক ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম -  ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

৫) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৬) জুনিয়র সুপারিনটেনডেন্ট/মাল্টি স্কিল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৭) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

৯) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

১০) কমিউনিকেশন সিস্টেম অপারেটর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে SPA এর অফিসিয়াল ওয়েবসাইট https://spabhopal.ac.in/VacantPositions.aspx এর মাধ্যমে ১৯ মে, ২০২৩ এর মধ্যে।

গ্রুপ এ পোস্টের জন্য আবেদন মূল্য ৫০০/- টাকা এবং গ্রুপ বি ও সি পোস্টের জন্য আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে।

আবেদন মূল্যের রিসিট কপি, আবেদন পত্র সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' To Assistant Registrar, School of Planning and Architecture, Bhopal, Neelbad Road, Bauri, Bhopal - 462030 MP '

ডাকের মাধ্যমে আবেদন পত্র জমা করার শেষ তারিখ ৩১ মে, ২০২৩ তারিখ।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SPA এর অফিসিয়াল ওয়েবসাইট spabhopal.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ