এই মহামারী পরিস্থিতিতেও প্রায় ৩০ লক্ষ ভারতীয় ডিজিটালি দক্ষ হতে চলেছেন
মাইক্রোসফট এবং লিঙ্কডইন এর উদ্যোগে ভারত সহ বিশ্বব্যাপী প্রায় ২৪৯ টি দেশের কয়েক লক্ষ মানুষ ডিজিটালি দক্ষ হতে চলেছেন। গত বছর জুন পর্যন্ত এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য ছিল ২৫ মিলিয়ন। কিন্তু চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য বজায় রাখতে গিয়ে মাইক্রোসফট তাদের সসময়সীমাকে বৃদ্ধি করেছেন ২০২১ পর্যন্ত। এর ফলে কর্মপ্রার্থী এবং কোম্পানি উভয় পক্ষই লাভবান হবে।
কেন এই উদ্যোগ ? মূলত যাদের কাজের অভিজ্ঞতা নেই কিন্তু সম্ভাবনা রয়েছে তাদের জন্য এই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হবে বলে মত বিশেষজ্ঞদের। দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের পাকাপাকি বন্দোবস্ত - এই দুইয়ের যুগলবন্দী হল এই উদ্যগের মূল লক্ষ।
সারাবিশ্বে করোনা পরিস্থিতি কাজের বাজার অনেকটাই সংকুচিত হয়েছে। বহু শ্রমিক, খুচরো ব্যবসায়ী, গাড়ি চালক কর্মহীন হয়ে পড়েছেন।যার ফলে বিপুল সংখ্যক মানুষ ডিজিটাল দুনিয়ায় পা বাড়িয়েছেন এবং নিজের জীবিকা অর্জনের চেষ্টা চালাচ্ছেন।তাই কাস্টমার সার্ভিস, প্রোজেক্ট ম্যনেজমেন্ট, ডাটা এনালিসিস এর মত স্কিল গুলির চাহিদা স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পেয়েছে। ফলত লিঙ্কডইন-এর এই বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগটি খুবই ফলপ্রসূ হতে চলেছে।
ভারতবর্ষের সরকারি সংস্থা, শিল্প সংস্থা এবং অলাভজনক সংস্থার সাথে যৌথ উদ্যোগে মাইক্রোসফট ডিজিটাল দক্ষতার প্রসার ঘটাতে শুরু করেছে। এই উদ্যোগের সুবিধে যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য গাঁটছড়া বাধা হয়েছে ন্যশনাল স্কিল ডেভেলপমেন্ট-এর সাথে-ও।
গত বছর ন্যশনাল স্কিল ডেভেলপমেন্ট-এর সাথে যৌথ উদ্যোগে প্রায় ১ লক্ষ ভারতীয় মহিলাকে ডিজিটালি সমৃদ্ধ করেছে মাইক্রোসফট। সুত্রের খবর, ২০২১ সালের মধ্যে AI স্কিলিং এ প্রায় ১০ লক্ষ ভারতীয় ছাত্র ছাত্রী কে দক্ষ করে তোলার জন্য NASSCOM FutureSkills এবং Microsoft গুরুত্ব পূর্ণ ভুমিকা গ্রহণ করেছে।
লিঙ্কডইন-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই ১০ টি ক্ষেত্রে সবথেকে বেশি দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে -
SQL
JavaScript
Sales Management
Teaching
Business Analysis
Adobe Illustrator
Recruiting
Cascading Style Sheets (CSS)
Team Leadership
Employee Relations