SJVN লিমিটেডে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: SJVN লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 115/2023।
আবেদন করতে হবে অনলাইনে ১৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ফিল্ড ইঞ্জিনিয়ার (আই টি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা
২) জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (আই টি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
বেতনক্রম - ৪৫,০০০/- টাকা
৩) ফিল্ড অফিসার (আর্কিটেকচার)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা
৪) ফিল্ড অফিসার (স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল বিজনেস)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা
বয়স - বয়স হতে হবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে কেবল কম্পিউটার বেসড টেস্ট, লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SJVN এর অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SJVN এর অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in এর মাধ্যমে ১৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৬০০/- টাকা + GST। তবে জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০/- টাকা+ GST। এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SJVN এর অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।