ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : SJVN লিমিটেডে অফিসার পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 112/2023।

আবেদন করতে হবে অনলাইনে ৯ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

 

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে শাখাতে অফিসার/ফিল্ড ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) সিভিল
শূন্যপদ - ৭৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

 

২) মেকানিকাল
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

 

৩) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

 

৪) এনভায়রনমেন্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।

 

৫) ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - CA/CWA-CMA অথবা ফাইন্যান্স এ স্পেশালাইজড সহ দুই বছরের এমবিএ ডিগ্রী থাকতে হবে।

 

৬) HR
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ দুই বছরের MBA ডিগ্রী অথবা পার্সোনেল/HR বিষয়ে স্পেশালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

 

৭) আই টি
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

 

৮) OL
শূন্যপদ - ২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী সহ হিন্দি/ইংরেজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

 

৯) PR
শূন্যপদ - ২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

 

১০) ল
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর/৫ বছরের ডিগ্রী থাকতে হবে।

 

১১) জিওলজি
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

 

১২) সেফটি
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।

 

১৩) আর্কিটেকচার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে।

 

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৯ অক্টোবর, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে আরো ২ বছর অতিরিক্ত মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে SJVN লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in এর মাধ্যমে ৯ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ৬০০/- টাকা + GST চার্জ। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SJVN লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ