ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে (SINP) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SINP/Estt./Advt./10/2023।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

 

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার - I

শূন্যপদ - ২টি

যোগ্যতা - CA/CS/CWA সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা এম.কম ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - পে লেভেল - ৭

 

২) এস্টাবলিশমেন্ট অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা অথবা ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - পে লেভেল - ১০

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in এর মাধ্যমে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ২৬ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Registrar, Registrar's Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata - 700064 '।

খামের উপর লিখতে হবে - ' Application for the post of ___, Post Code ___, Category ____ '।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ