SIDBI Recruitment: ব্যাঙ্কে ১০০ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) তে মোট ১০০ জন কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - 01/Grade A/2022-23।
আবেদন করতে হবে অনলাইনে ৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদ - ১০০টি
যোগ্যতা - পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা ল/ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী অথবা CA/CS/CWA/CFA/CMA বা পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - প্রায় ৭০,০০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ২ বছর।
তবে প্রয়োজন অনুসারে প্রবেশন পিরিয়ড বেড়ে ৪ বছর হতে পারে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা অর্থাৎ অবজেক্টিভ টেস্ট, ডেসক্রিপটিভ টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অনলাইনে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২৩।
ইন্টারভিউ হওয়ার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি, ২০২৩।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও আসানসোল এ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SIDBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sidbi.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SIDBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sidbi.in এর মাধ্যমে ৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ১১০০/- টাকা। তবে এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১৭৫/- টাকা জমা করতে হবে ।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SIDBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sidbi.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।