এবার ছাত্র ছাত্রীদের আইডিয়া নিচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম
সন্তু সামন্তঃ কথায় আছে তরুণ তুর্কির মাথা থেকেই বেরোয় নতুন কিছু করার আইডিয়া। আর সেই আইডিয়া ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে একটা প্রজন্ম অনেকটাই এগিয়ে যায়। এই সম্ভাবনার উৎস খুঁজতে এবার দেশের ছাত্র ছাত্রীদের আইডিয়া নিচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম।
পরিবেশ দূষণ, বিদ্যুৎ এর উত্তরোত্তর চাহিদা সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির মত চ্যালেঞ্জ কে সঠিকভাবে পরিচালনা করার জন্য দরকার নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি। আর তার জন্য ২০১৯ সালে হিন্দুস্থান পেট্রোলিয়াম তৈরি করেছে গ্রিন রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টার। ছাত্র ছাত্রীদের উদ্ভাবনী আইডিয়া কে কাজে লাগাতে আয়োজন করা হয়েছে ‘New Generation Ideation Contest 2022’।
রয়েছে আর্থিক পুরস্কার। পুরস্কার দেওয়া হবে ২ টো ক্যাটেগরিতে– ১) ওপেন ক্যাটেগরি এবং ২) আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটেগরি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারি পাবে যথাক্রমে ১ লক্ষ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে ১০ হাজার টাকার বিশেষ পুরস্কার। যে প্রতিষ্ঠান থেকে সর্বাধিক আইডিয়া প্রাথমিকভাবে বাছাই হবে সেই প্রতিষ্ঠান পাবে ‘Best Institute Award for – NGIC 2022’।
কীভাবে আপনার আইডিয়া শেয়ার করবেন ?
প্রথমে ১০০০ ওয়ার্ড এর মধ্যে নিজের আইডিয়া লিখে নিতে হবে। আইডিয়া শেয়ার করা যাবে এই ১০ টি বিষয়ে –
১) CIRCULAR ECONOMY
২) ARTIFICIAL INTELLIGENCE
৩) WASTE TO FUELS / CHEMICALS
৪) PETROLEUM REFINING
৫) HYDROGEN
৬) CO2 CAPTURE & CONVERSION
৭) ADVANCED ENERGY STORAGE MATERIALS / DEVICES
৮) POLYMER AND PETROCHEMICALS
৯) NOVEL MATERIALS
১০) Waste Water Treatment and Waste Water Recycling Technologies, Photocatalytic hydrogen production using wastewater, Process Intensification in Refining industry এবং E-Mobility
মনে রাখতে হবে আইডিয়া ইউনিক এবং নিজস্ব হওয়া চাই। সারা ভারতের যে কোনও কলেজ, প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রী সহ রিসার্চ স্কলাররাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আইডিয়া লেখা হয়ে গেলে তা সাবমিট করতে হবে এই লিঙ্কে – Submit Now।
আরও বিস্তারিত তথ্যের জন্য মেল করা যেতে পারে এই আইডি তে - ngi@mail.hpcl.co.in বা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় - HP Green R&D Centre, KIADB Industrial Area, Tarabahalli, Devanagundi,Hoskote, Bengaluru - 560 067।