ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবনধারণের জন্য যে কোনও একটির অবলম্বন সবার ই চাই। কিন্তু মুশকিল হল অনেক সময়েই সঠিক সময়ে খবর না পাওয়ায় বহু ছেলেমেয়ে চাকরির প্রাথমিক পর্ব অর্থাৎ আবেদন করার সুযোগ হারান বা ব্যবসা করার যোগাযোগ এর সূত্র খুঁজে পান না। 

ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই কেরিয়ার তৈরি প্রথম ধাপেই আটকে পড়েন। 

এই সমস্যার সমাধানের জন্য স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে নিয়মিত প্রকাশ করা হচ্ছে কাজের বাজারের সঠিক আপডেট। দেখে নিন আজকের তাজা ৫ টি চাকরির খবর তালিকার আকারে। 

 

চাকরি ও স্কিল সংক্রান্ত প্রতিটি খবরের সঠিক তথ্য সবার আগে পেতে লাইক ও ফলো করুন স্কিল বেঙ্গল এর -   ফেসবুক পেজ      এবং  স্কিল বেঙ্গল এর - ইউ টিউব চ্যানেল ।

 

 তালিকার আকারে সম্পূর্ণ তথ্য

 

SL NO

Employer/

Requirements Agency

Post

Job Details / Functional Area

How To Apply

/Contact Details

এল আই সি

অ্যাডভাইজার

Vacancy- 100

গ্র্যাজুয়েট যোগাযোগ - 9123749136

HDFC Life ফিনান্সিয়াল কনসালটেন্ট যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ। আবেদনের লিঙ্ক -   Apply Now

আদিত্য বিড়লা ক্যাপিটাল অ্যাডভাইজার শিক্ষিত বেকার,  গৃহবধূ,  যে কোনও অবরপ্রাপ্ত কর্মচারী বা স্ব নিযুক্ত ব্যক্তি আবেদনের যোগ্য আবেদনের লিঙ্ক - Apply Now

Swiggy Swiggy Delivery Partner   - ------ আবেদনের লিঙ্ক - Apply Now

Tutopia ASP  -----

যোগাযোগ - 7605014821

mail id - business.enquires@tutopia.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ