কলকাতার ইনস্টিটিউট অফ সেরোলজিতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ইনস্টিটিউট অফ সেরোলজিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - ডেটা ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটারে দক্ষতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলে ভালো।
বয়স - বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৩৫,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।
নিয়োগ দপ্তরের ঠিকানা - Institute of Serology, 3, Kyd Street, Kolkata - 700016
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে এই ইমেল আইডিতে wholabs.ios@gmail.com।
আবেদনের শেষ তারিখ - ৮ অক্টোবর, ২০২২।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট http://www.serologykolkata.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ