ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের জেলাতে অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ করা হবে। শিশু বিকাশ সেবা প্রকল্পের জন্য হুগলি জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৪ সেপ্টেম্বর, ২০২৩ এর  মধ্যে।

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :- 

 

পোস্টের নাম - অঙ্গনওয়ারি কর্মী

শুন্যপদ - গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভিন্ন

কোতলপুর, চন্ডীতলা, জাঙ্গিপারা, রশিদপুর, রাধানগর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এ নিয়োগ করা হবে।

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

তবে মনে রাখতে হবে, যে গ্রাম পঞ্চায়েত এ আবেদন করা হবে, আবেদনকারীকেও সেই গ্রাম পঞ্চায়েত এরই স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট hooghly.nic.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে জেলার অফিসিয়াল ওয়েবসাইট hooghly.nic.in এর মাধ্যমে ৪ সেপ্টেম্বর, ২০২৩ এর  মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কঃ Click Here

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট hooghly.nic.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ