ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিদ্যালয়ে শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নিযুক্ত করা হবে  দিল্লি পাবলিক স্কুল NTPC ফারাক্কা।

আবেদন করতে হবে অনলাইনে ৫ জুন, ২০২৪ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কেমিস্ট্রি)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

বেতন - ৩০,৫০০/- টাকা


২) PRT শিক্ষক (হিন্দি, মিউজিক, আর্ট এন্ড ক্র্যাফট, স্পেশাল এডুকেটর)

শূন্যপদ - ৪টি

যোগ্যতা -  বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

বেতন - ২৩,৫০০/- টাকা


৩) প্রি - প্রাইমারী টিচার

শূন্যপদ - ২টি

যোগ্যতা -  বি.এড ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

বেতন - ১৭,০০০/- টাকা


৪) আয়া

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন - ৪০০০/- টাকা


প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নিয়ম বিধি অনুযায়ী বয়সসীমা আছে।



নির্বাচন পদ্ধতি



আবেদন পত্রে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dpsfarakka.com



আবেদন পদ্ধতি 



আবেদন করতে হবে অনলাইনে ৫ জুন, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dpsfarakka.com থেকে।

আবেদন মূল্য ৩০০/- টাকা।

আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.dpsfarakka.com


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ