School Clerk Recruitment: মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্লার্ক পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : মাধ্যমিক পাশ যোগ্যতায় স্কুলে চাকরির সুযোগ। সৈনিক স্কুলে ক্লার্ক পদে নিয়োগ করা হবে (Clerk Job 2025)।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।
Join Sainik School as a School Clerk! Apply now for this exciting opportunity to support administrative tasks and contribute to the school's success. Check eligibility criteria, job responsibilities, and application process.
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ একনজরে কোথায় কি চাকরি
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে ।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolpurulia.com।
পুরুলিয়ায় নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolpurulia.com থেকে। প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - ' Sainik School, Purulia '।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ' Principal, Sainik School Purulia ' payable at Purulia।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolpurulia.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।