ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার পদে মোট ২০০০ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CRPD/PO/2023-24/19।

আবেদন করতে হবে অনলাইনে ২৭ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ Private Job Updates | বেসরকারি চাকরির খবর

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

 

পোস্টের নাম - প্রবেশনারি অফিসার

শূন্যপদ - ২০০০টি

যোগ্যতা - যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও আবেদনের যোগ্য।

বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ৬৩,৮৪০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

মোট তিনটি ধাপে নির্বাচন পদ্ধতি সংগঠিত হবে। প্রথম ধাপে প্রিলিমিনারী পরীক্ষা, দ্বিতীয় ধাপে মেইন পরীক্ষা এবং তৃতীয় ধাপে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SBI এর অফিসিয়াল ওয়েবসাইট bank.sbi/careers/current-openings

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers/current-openings এর মাধ্যমে ২৭ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers/current-openings

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ