SBI Bank Jobs: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শতাধিক অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টে মোট ৪৩৯ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CRPD/SCO/2023-24/14।
আবেদন করতে হবে অনলাইনে ৬ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - স্পেশালিস্ট ক্যাডার অফিসার (এর মধ্যে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, চিফ ম্যানেজার প্রভৃতি)
শূন্যপদ - ৪৩৯টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা এমসিএ/এম.টেক/এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ এপ্রিল, ২০২৩ অনুযায়ী। বয়সের ঊর্ধ্বসীমা পোস্ট অনুযায়ী ভিন্ন।
বেতনক্রম - পোস্ট অনুযায়ী বেতনক্রম ভিন্ন।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর মাধ্যমে ৬ অক্টোবর, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ৭৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in অথবা https://bank.sbi/web/careers/current-openings।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।