Sainik School Recruitment: সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ব্যান্ড মাস্টার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে কোর্স করে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন - ২৯,২০০/- টাকা
২) ম্যাট্রন
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ইংরেজি ভাষাতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন - ১৯,৯০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sainikschooltilaiya.org থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ২৫ টাকার স্ট্যাম্প লাগিয়ে সেটি পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Principal, Sainik School Tilaiya, P.O. Tilaiya Dam, Dist. Koderma, Jharkhand - 825413 '।
আবেদন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০/- টাকা।
টাকা ডিমান্ড ড্রাফট করে পাঠাতে হবে এই ঠিকানায় - ' in favour of Principal, Sainik School Tilaiya payable at State Bank of India, Sainik School Tilaiya Branch '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
এক বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
ঝাড়খণ্ড অঞ্চলের বিদ্যালয়ে নিয়োগ করা হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sainikschooltilaiya.org।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।