ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুন, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) কাউন্সিলর (মহিলা)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সাইকোলজিতে গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা চাইল্ড ডেভেলপমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এ ডিপ্লোমা/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৩ জুন, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৫০,০০০/- টাকা

 

২) নার্সিং সিস্টার (মহিলা)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - নার্সিং এ ডিপ্লোমা/জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৩ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা

 

আরও পড়ুনঃ ইন্দো - টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ

 

৩) PEM/PTI কাম মেট্রন (মহিলা)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৩ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা

 

৪) ওয়ার্ড বয়

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৩ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে পরবর্তী ইন্টারভিউতে ডাকা হবে।

নালন্দা সৈনিক স্কুলে নিয়োগ করা হবে।

নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই পদে কর্মী নিযুক্ত করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৩ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sainikschoolnalanda.edu.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও ছবি সহ ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Principal, Sainik School Nalanda, Vill - Nanand, P.O. - Pawapuri, Dist - Nalanda, State - Bihar, Pin code - 803115 '।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০/- টাকা।

টাকা জমা করতে হবে অফলাইনে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of the Principal, Sainik School Nalanda payable at SBI, VIMS Pawapuri (Branch Code - 18429) অথবা PNB - Pawapuri (Branch Code - 294200) '।
বা অনলাইনেও ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আবেদন মূল্য জমা করা যাবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sainikschoolnalanda.edu.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ