ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। 

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ মে, ২০২৪ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মিউজিক টিচার/ব্যান্ড মাস্টার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা অথবা ব্যান্ড মাস্টারের কোর্স করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪ মে, ২০২৪ অনুযায়ী  ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা (চুক্তি ভিত্তিক মেয়াদ)

 

২) ওয়ার্ড বয়

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২০,০০০/- টাকা (চুক্তিভিত্তিক মেয়াদ)

 

আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ টাইপিং ও শর্ট হ্যান্ড এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা 

তবে চুক্তিভিত্তিক মেয়াদে ১৯,৫০০/- টাকা বেতন।

 

৪) ড্রাইভার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা 

 

৫) জেনারেল এমপ্লয়ী

শূন্যপদ - ২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪ মে, ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা (চুক্তিভিত্তিক মেয়াদ)

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ মে, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।


তারপর টা তা পূরণ করে প্রয়োজনীয়  তথ্যাদির সেলফ এটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Principal, Sainik School Amethi, Kauhar Shahgarh,  District - Amethi, Uttar Pradesh - 227411 '

খামের ওপর লিখতে হবে " Application for the post of.......(পোস্টের নাম)"।

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এস্টির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Principal Sainik School Amethi payable at Gauriganj or Amethi (UP) '।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের বয়ানঃ Downloads now

 

একাধিক পোস্টের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolamethi.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ