ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সৈনিক স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ সেপ্টেম্বর, ২০২৩।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ফিজিক্স বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

 

 

২) নার্সিং অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - নার্সিং এ ডিগ্রী/ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

 

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ টাইপিং ও শর্ট হ্যান্ড এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

 

৪) ড্রাইভার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ সেপ্টেম্বর, ২০২৩। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

 

আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now

 

তারপর টা তা পূরণ করে প্রয়োজনীয়  তথ্যাদির সেলফ এটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' Principal, Sainik School, AmravatiNagar, Udumalpet Taluk, Tamilnadu - 642102 '

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট sainikschoolamaravathinagar.edu.in/career

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ