স্কিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্কিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে (SAIL) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কনসালট্যান্ট / সিনিয়র মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে সিনিয়র মেডিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ অক্টোবর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪১ বছরের মধ্যে।
তবে সিনিয়র মেডিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে বয়সের ঊর্দ্ধ সীমা ৩৮ বছর।
বেতনক্রম - কনসালট্যান্ট পোস্টের ক্ষেত্রে ৮০,০০০/- টাকা - ২,২০,০০০/- টাকা এবং সিনিয়র মেডিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে ৭০,০০০/- টাকা - ২,০০,০০০/- টাকা
২) মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ অক্টোবর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা
এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রে পুরুষের উচ্চতা থাকতে হবে ১৫০সেমি, ওজন ৪৫কেজি ও বুকের ছাতির মাপ থাকতে হবে ৭২ সেমি থেকে ৭৫ সেমির মধ্যে।
পাশাপাশি মহিলার ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৪৩ সেমি, ওজন ৩৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৫ সেমি থেকে ৭৯ সেমির মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
কনসালট্যান্ট ও সিনিয়র মেডিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে মেডিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড , পরীক্ষার দিন এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in বা www.sailcareers.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in বা www.sailcareers.com থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - DY GENERAL MANAGER (PL RECTT & GEN), BLOCK E, GROUND FLOOR, ADMINISTRATION BUILDING, ROURKELA STEEL PLANT, ROURKELA - 769011।
খামের উপর লিখতে হবে ' Application for the Post of ___ against Advt No. 02/2022 '
প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৭০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী/ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দের কেবল প্রসেসিং ফি বাবদ ২০০/- টাকা জমা করতে হবে।
ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দের কেবল প্রসেসিং ফি বাবদ ২০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in বা www.sailcareers.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ