ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - DSP/Pers/Rectt/2022-23/DR(det)।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৭ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সব চাকরির খবর একসঙ্গে

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) কনসালট্যান্ট (ডার্মাটোলজি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪১ বছরের মধ্যে।

 

২) কনসালট্যান্ট (অর্থোপেডিকস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪১ বছরের মধ্যে।

 

৩) কনসালট্যান্ট (সাইকিয়াট্রি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪১ বছরের মধ্যে।

 

৪) ম্যানেজার (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

 

৫) ম্যানেজার (মেকানিকাল)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

 

৬) মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - এম বি বি এস ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে।

 

৭) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ও সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

 

৮) অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন)
শূন্যপদ - DSP - ২১টি, ASP - ৫টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও প্রথম শ্রেণীর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

 

৯) অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

 

১০) অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান (কেবল জয়েন্টার)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে লাইসেন্স থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

 

১১) অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ এবং সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

 

১২) অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)
শূন্যপদ - ১৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে  হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

এর পাশাপাশি প্রতিটি পোস্টের ক্ষেত্রেই পুরুষদের উচ্চতা থাকতে হবে ১৫৫সেমি ও ওজন ৪৫কেজি। তবে নন ইঞ্জিনিয়ারিং পাশ আবেদনকারীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫০ সেমি। মহিলাদের উচ্চতা থাকতে হবে  ১৪৩ সেমি ও ওজন ৩৫ কেজি।

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

ট্রেনিং পিরিয়ড - ২ বছর

 

নির্বাচন পদ্ধতি 

 

কনসালট্যান্ট পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

অন্যান্য সকল পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ/স্কিল টেস্ট/ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কলকাতা সহ ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, মুম্বাই/থানে/নবী মুম্বাই, দিল্লী, পাটনা ও রাঁচিতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in

 

আরও পড়ুনঃ Urgent Job: সবার জন্য কাজের সুযোগ

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in এর মাধ্যমে ৭ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, মেডিক্যাল অফিসার, কনসালট্যান্ট পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৭০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ ২০০/- টাকা জমা করতে হবে।

অপারেটর কাম টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ ১৫০/- টাকা জমা করতে হবে।

অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান পোস্টের ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ ১০০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে মাধ্যমগুলোর দ্বারা।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ