Saha Institute: কলকাতার সাহা ইনস্টিটিউট এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SINP/Estt/Advt/07/2023।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ সেপ্টেম্বর, ২০২৩।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা হল :-
পোস্টের নাম - রিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ফিজিক্স বিষয়ে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।
পারিশ্রমিক - নিয়ম বিধি অনুযায়ী প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ-র মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SINP এর অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ সেপ্টেম্বর, ২০২৩। আবেদন পত্র ডাউনলোড করতে হবে SINP এর অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - chandan.mazumdar@saha.ac.in।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SINP এর অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in।
এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।